রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়ায় কৌতুহলবশত খেলনা গাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ শেখ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আকাশ বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের ভ্যানচালক আবুল কালাম শেখের ছেলে। সে স্থানীয় নারুয়া ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।
নিহতের বড় ভাই সাগর শেখ জানান, আকাশ বেলা সাড়ে ১১টার দিকে তার খেলনা একটি মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে দ্রুত মেইন সুইচ বন্ধ করে দিয়ে আকাশকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. স্বপন কুমার জানান, হাসপাতালে আনার আগেই আকাশ মারা যায়।