চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ৬০ হাজার টাকার জাল নোটসহ মনির হোসেন (৩৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে তাকে ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ ধুরুং এলাকার দুলাল মিয়ার বাড়ি থেকে আটক করা হয়। ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার এ কথা জানান।
আটক মনির হোসেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বিহাড়া মধ্যপাড়ার মৃত দাইয়া মিয়ার ছেলে। সে ফটিকছড়ির একটি বাসায় ভাড়া থাকেন।
ওসি বাবুল আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুলাল মিয়ার বাসায় অভিযান চালিয়ে মনির হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর সে নিজের বিছানার নিচে লুকিয়ে রাখা একটি লাল ব্যাগ থেকে জাল টাকাগুলো বের করে দেয়। ওই ব্যাগে এক হাজার ৬০টি নোট ছিল। এছাড়াও ওই বাসা থেকে ১টি পাসপোর্ট, ৮টি সিম ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।