রাজশাহী সিটি কাপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন। মঙ্গলবার (২৮ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। মেয়র লিটনকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া আনন্দিত নগরবাসী। খুশি দলের নেতাকর্মীরাও।
রাসিকের জনসংযোগ বিভাগ থেকে মঙ্গলবার দেওয়া এক বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে রাজশাহীবাসীকে সম্মানিত করেছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
একই বার্তায় মেয়রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ের অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।