X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

ওদের মা-বাবা কাল্পনিক

সালেহ টিটু, বরিশাল
১২ মে ২০১৯, ১০:৪৬আপডেট : ১২ মে ২০১৯, ১১:০০

আগৈলঝাড়া শিশুমনি নিবাসের শিশুরা ৫ মাস আগে পটুয়াখালী হাসপাতালে এক নারী কন্যা সন্তান জন্ম দেন। হাসপাতালে সন্তান ফেলে রেখে পালিয়ে যান ওই মা। শিশুটিকে কান্নাকাটি করতে দেখে কর্তব্যরত নার্সরা তার স্বজনদের খোঁজাখুঁজি করেন। কাউকে না পেয়ে তারাই শিশুটিকে দুধ খাইয়ে শান্ত করেন। এরপর তারা রেজিস্ট্রারে মায়ের নাম ও ঠিকানা অনুযায়ী খোঁজ নিয়ে জানতে পারেন তা ভুয়া। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সেখানকার সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শিশুটিকে আগৈলঝাড়া ছোট মনি নিবাসে হস্তান্তর করে। শিশুটির নাম রাখা হয় ফাতেমা খাতুন (৫ মাস)। সেখানে যাওয়ার পর থেকে শিশুটির লালন-পালন করছেন আয়া শাহিদা আক্তার। শিশুটি তাকেই মা মনে। অন্য কেউ কোলে নিলে কান্নাকাটি করে।

ছোটমনি নিবাসে ফাতেমার মতো মা-হারা আরও ২১ শিশু বেড়ে উঠছে। গর্ভধারিণী মায়ের স্নেহ ছাড়াই কাল্পনিক মা-বাবার পরিচয় নিয়ে ছোটমনি নিবাসে বেড়ে উঠছে কুড়িয়ে পাওয়া এসব শিশুরা। বোঝার পর থেকে আয়াদের মা হিসেবে জানলেও ৭ বছর বয়সে সেই মায়ের সঙ্গে তাদের বিচ্ছেদ হয়। ওই বয়সে ছোটমনি নিবাস থেকে  তাদের শিশু পরিবারে স্থানান্তর করা হয়। দেশে দত্তক আইন না থাকায় নিঃসন্তান দম্পতিও তাদের দত্তক নিতে পারেন না। তাই শিশুদের মাতৃস্নেহে বেড়ে উঠতে দত্তক আইন করার দাবি করেছেন অনেকে।

ছোটমনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘দত্তক নেওয়ার জন্য প্রতিদিন জায়গা থেকে অনেকে ফোন করেন। অনেকে ছোটমনি হোমে এসে শিশুদের দেখে যান। এদের মধ্যে থেকে কোনও শিশুকে পছন্দ করে তাকে দত্তক নেওয়ার জন্য আবেদন জানালেও ওই আইন না থাকায় শিশুদের দত্তক দেওয়া সম্ভব হচ্ছে না।’

হাসপাতালে ফেলে যাওয়া শিশু ফাতেমা তিনি আরও বলেন, শিশু আদালতে মামলা করলে নিঃসন্তান দম্পতির হাতে কুড়িয়ে পাওয়া শিশুদের তুলে দেওয়া সম্ভব। এজন্য অনেক ঝামেলা পোহাতে হয়। গত ১৪ বছরে মাত্র দু’টি শিশুকে আদালতের মাধ্যমে নিঃসন্তান দম্পত্তির হাতে তুলে দেওয়া হয়েছে। তবে দত্তক আইন সচল করা হলে এসব শিশুরা পারিবারিক পরিবেশে বড় হওয়ার সুযোগ পেতো।

বরিশাল সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, ছোটমনি হোমে শূন্য থেকে ৭ বছর পর্যন্ত শিশুদের লালন পালন করা হয়। এরপর শিশুদের দেওয়া হয় বরিশালের শিশু পরিবারে। সেখানে সে বড় হয়। তার জাতীয় পরিচয়পত্রে বাবা-মায়ের নামের জায়গায় কাল্পনিক নাম এবং বয়সের জায়গায় কাল্পনিক বয়স ব্যবহার করা হয়।

তিনি আরও বলেন, ‘এটা আসলে দুঃখজনক। তবে দত্তক আইন থাকলে এসব শিশুরা মাতৃস্নেহে বড় হাওয়ার সঙ্গে সঙ্গে বাবা-মায়ের পরিচয় পেতো।’

শিশুমনি নিবাসের শিশুদের লেখাপাড়া শেখানো হচ্ছে বরিশাল সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার বলেন, ‘দত্তক আইন না থাকায় শিশু আদালতে মামলা করে কুড়িয়ে পাওয়া শিশুদের হস্তান্তরের প্রক্রিয়া থাকলেও তা অত্যন্ত জটিল। ইতোমধ্যে মাত্র দু’টি শিশুকে ওই আইনে হস্তান্তর সম্ভব হয়েছে।’

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, কুড়িয়ে পাওয়া শিশু যাতে পারিবারিক আবহে মাতৃস্নেহে বড় হতে পারে এজন্য দত্তক আইনটি সচল করতে সরকারের বিভিন্ন ফোরামে বিষয়টি উত্থাপন করবেন। এমনকি যত দ্রুত সম্ভব এ আইনটি সচলে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।

১৯৭২ সালে দত্তক আইন করা হলেও নানা অভিযোগের কারণে ১৯৮২ সালে আইনটি বাতিল করা হয়।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সংসদ সদস্য সালেহা খানমের ইন্তেকাল
সাবেক সংসদ সদস্য সালেহা খানমের ইন্তেকাল
ইন্দোনেশিয়া: মুখ থুবড়ে পড়ছে ‘ফ্রি স্কুল মিল’ কর্মসূচি
ইন্দোনেশিয়া: মুখ থুবড়ে পড়ছে ‘ফ্রি স্কুল মিল’ কর্মসূচি
হাসপাতালের শৌচাগারে পলিথিনে নবজাতকের মরদেহ
হাসপাতালের শৌচাগারে পলিথিনে নবজাতকের মরদেহ
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য