বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে যুবদলের নেতারা শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে সড়ক প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই পথসভা করে যুবদল নেতারা।
এ সময় বক্তব্য রাখেন- জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ অনেকে। এসময় যুবদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, বর্তমান সরকার দেশে একনায়কতন্ত্র বাকশাল কায়েম করতে চাচ্ছে। অবিলম্বে খালেদা জিয়া ও সুলতান সালাউদ্দিন টুকুকে মুক্তি দিতে হবে, অন্যথায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে দাবি আদায়ে বাধ্য করবে।