দিনাজপুরের হিলি সীমান্তের মংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯৬ পিস উন্নতমানের শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোরে শাড়িগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। বিজিবি, হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলী আজম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আলী আজম জানান, ভারত থেকে শাড়ির একটি চালান নিয়ে একদল চোরাকারবারি দেশে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। এর ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার ভোরে হিলি সীমান্তের মংলা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে চারটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় বস্তাগুলো উদ্ধার করে তার ভেতরে উন্নতমানের ১৯৬ পিস শাড়ি পাওয়া যায়। শাড়িগুলোর বিজিবি নির্ধারিত সিজার মূল্য ৭ লাখ ৮৪ হাজার টাকা।