X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

জিল্লুল হাকিমকে এলাকা ছাড়ার নির্দেশ

রাজবাড়ী প্রতিনিধি
২০ মার্চ ২০১৯, ২০:৪৯আপডেট : ২০ মার্চ ২০১৯, ২০:৫১

জিল্লুল হাকিম রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিমকে নির্বাচনি এলাকার পাংশা উপজেলা ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। তাকে বুধবারের (২০ মার্চ) মধ্যে পাংশা উপজেলা ছাড়তে বলা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশ দেওয়া হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এখনও হাতে পাইনি। হাতে পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

জেলা নির্বাচন কর্মকর্তা, পাংশা ও গোয়ালন্দ উপজেলা রিটার্নিং অফিসার হাবিবুর রহমান জানান, এ সংক্রান্ত একটি পত্র পেয়েছি। পত্রের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়টি পাংশা উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে তাকে অবহিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের পত্রে বলা হয়েছে, জিল্লুল হাকিমের বিরুদ্ধে পাংশা উপজেলা পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে একজন প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণসহ নির্বাচনি বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগ রয়েছে। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনও নির্বাচনি প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু নির্বাচনি এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন। তাই উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ অনুযায়ী ২০ মার্চের মধ্যে নির্বাচনি এলাকা ত্যাগ করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়ে অনুলিপি বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় পর্যায়ে আগামী ২৪ মার্চ রাজবাড়ী জেলার চার উপজেলায় ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা ও বালিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এ বছর হামজাদের সাফ হচ্ছে না!
এ বছর হামজাদের সাফ হচ্ছে না!
তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে ৪ মামলার প্রতিবেদন ৩ জুলাই
৮১২ কোটি টাকা আত্মসাৎতারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে ৪ মামলার প্রতিবেদন ৩ জুলাই
ডিসেম্বরের আগে নির্বাচনের একটা রোডম্যাপ দিয়ে দেন: ফারুক
ডিসেম্বরের আগে নির্বাচনের একটা রোডম্যাপ দিয়ে দেন: ফারুক
ঘুষের অভিযোগে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন জে-ইন
ঘুষের অভিযোগে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন জে-ইন
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?