বান্দরবানের রুমা সীমান্তের ওপারে আশ্রয় নেওয়া ৮ পরিবারের ২৮ শরণার্থী নিজ দেশে (মিয়ানমার) ফিরে গেছে। রবিবার তারা নিজ দেশে ফিরে গেছে বলে নিশ্চিত করেছেন বান্দরবান বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক খান।
তিনি বলেন, ‘ শরণার্থীরা বাংলাদেশে ঢোকার জন্য বান্দরবান রুমা উপজেলা সীমান্তের ওপারে অপেক্ষা করছিল। বিজিবির কড়া পাহারার কারণে তারা বাংলাদেশে ঢুকতে না পেরে নিজ দেশে ফিরে গেছে।
উল্লেখ্য গত ২রা ফেব্রুয়ারি শনিবার মিয়ানমারের ‘চীন’ রাজ্য থেকে ১৬৩ জন বৌদ্ধ শরণার্থী পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের চাইক্ষাং সীমান্তের শূন্যরেখায় (নোম্যান্স ল্যান্ড) অবস্থান নেয়। তারা বাংলাদেশে অনুপ্রবেশর জন্য সেখানে অবস্থান করে। বুধবার আরও ৪০ পরিবার এসে সেখানে জড়ো হয়।