X
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

৮০তম জন্মবার্ষিকীতে ভালোবাসায় সিক্ত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

রাবি প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৯

৮০ তম জন্মবার্ষিকীতে ভালোবাসায় সিক্ত হাসান হাফিজুল হক

৮০তম জন্মবার্ষিকীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। শনিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। ‘হাসান আজিজুল হকের ৮০তম জন্মোৎসব পরিষদ’ এ নাগরিক সংবর্ধনার আয়োজন করে।

রবীন্দ্রসংগীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। পরে হাসান আজিজুল হকের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সাহিত্যপত্র পাঠ করেন কবিকুঞ্জের আরিফুল হক কুমার। এরপর কথাসাহিত্যিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ রাজশাহীর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। কথাসাহিত্যিককে নিয়ে লেখা মানপত্র পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক সনৎ কুমার সাহা। এ সময় কথাসাহিত্যিককে নিয়ে লেখা একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীর কবিকুঞ্জের সভাপতি ও জন্মোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক ।

অনুষ্ঠানে কথাসাহিত্যিকের কন্যা সুলতানা শরমিন জাহান তোতন রবীন্দ্রসংগীত গেয়ে ও নাতি অনির্বাণ হাসান অনিন্দ পিয়ানো বাজিয়ে উপস্থিত দর্শকদের মন কাড়েন।
এ সময় হাসান আজিজুল হক বলেন, ‘জীবনে অনেক কিছুর অভাব হয়েছে কিন্তু ভালোবাসার অভাব হয়নি। আজ আমি ৮০ বছরে পদার্পণ করলাম। এ বয়সে আমাকে যে সম্মান দেখানো হয়েছে, আমি সত্যিই অভিভূত।’
শুভেচ্ছা বক্তব্যে সিটি মেয়র বলেন, ‘কথাসাহিত্যিক হাসান আজিজুল হক চাইলে রাজশাহীর চেয়েও অনেক নামি শহরে গিয়ে নিজেকে আরও বড় জায়গায় রাখতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তিনি এখানে থেকেই রাজশাহীকে দেশের ইতিহাসে সম্মানিত করেছেন।’
রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দীন বলেন, ‘আজ এমন এক কিংবদন্তি মানুষের জন্মদিন, যার হাত দিয়ে বাংলা সাহিত্য পূর্ণতা পেয়েছে। যার জন্ম না হলে হয়তো বাংলা সাহিত্য অপূর্ণ থেকে যেতো। যুগ যুগ ধরে বেঁচে থাক এই মানুষটি।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মিজান উদ্দীন বলেন, ‘স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশের সংস্কৃতিকে এগিয়ে নিতে যারা অগ্রণী ভূমিকা রেখেছিলেন, হাসান আজিজুল হক তাদের মধ্যে অন্যতম। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একাধারে সাহিত্যিক, ছোট গল্পকার, কবি, সংগীতজ্ঞ। তার হাত দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক আন্দোলনের সূচনা হয়েছিল।’
বিশিষ্ট ভাষাসৈনিক মোশারফ হোসেন আকুঞ্জি বলেন, ‘জীবন খুবই ছোট কিন্তু শিল্পকর্ম বেঁচে থাকে আজীবন। হাসান আজিজুল হকও তার কর্মের মধ্য দিয়ে আজীবন বেঁচে থাকবেন।’
নাট্যব্যক্তিত্ব মলয় ভৌমিক বলেন, ‘হাসান আজিজুল হক স্যার যা লেখেন, তাই বিশ্বাস করেন।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘একসময় কিছু উগ্র ছাত্র ক্যাম্পাসে হাসান আজিজুল হককে কেটে টুকরো টুকরো করে ফেলার ঘোষণা দিয়ে ছিল। তবুও তাকে থামানো যায়নি।’
পরে বরেণ্য এই কথাসাহিত্যিকের বর্ণাঢ্য জীবন ও কর্মকে উপজীব্য করে আহসান কবীর লিটন নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘গল্পলোকের চিত্রকর’ প্রদর্শিত হয়। এর আগে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হাসান আজিজুল হকের প্রায় সব গ্রন্থের প্রদর্শনী ও বিক্রয়ের পাশাপাশি অন্যান্য বইও বিক্রয় করা হয়। এতে সহযোগিতা করেছে বইঘর।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চোর সন্দেহে যুবককে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু
চোর সন্দেহে যুবককে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু
ফু ওয়াং ফুডসের সাবেক এমডি ও তার ২ মেয়ের বিরুদ্ধে মামলা
ফু ওয়াং ফুডসের সাবেক এমডি ও তার ২ মেয়ের বিরুদ্ধে মামলা
ইমারত নির্মাণ বিধিমালা না মানলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান
ইমারত নির্মাণ বিধিমালা না মানলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
সর্বাধিক পঠিত
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনও ইচ্ছা এ সরকারের নেই: উপদেষ্টা
মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনও ইচ্ছা এ সরকারের নেই: উপদেষ্টা