X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৯, ১০:৩১আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১০:৩১

 

জাহাঙ্গীর ফিরোজ সিরাজগঞ্জের আলোচিত চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ঘুষ ও দুর্নীতির মামলায় অভিযুক্ত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন সাক্ষরিত পত্রের মাধ্যমে চৌহালী উপজেলা প্রাথমিক কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজকে তার পেশাগত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়। মঙ্গলবার বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আদেশের কপির মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি।’

জানা যায়, ২০১৭ সালের ১৬ নভেম্বর চৌহালী উপজেলা শিক্ষা অফিসের সহকারী আবদুল মালেককে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদক হাতেনাতে আটক করে। এই ঘটনায় ওইদিন দুদক সমন্বিত জেলা কার্যালয় পাবনার সহকারী পরিচালক শেখ গোলাম মওলা বাদী হয়ে চৌহালী থানায় তার বিরুদ্ধে মামলা করেন।

দীর্ঘ তদন্তের পর ঘুষ-দুর্নীতির সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। পরে দুদক উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী আবদুল মালেক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজকে আসামি করে আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে গত বছরের ২৪ অক্টোবর বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত সিরাজগঞ্জ বি.এস.আর. পার্ট-১ এর ৭৩ নং বিধির নোট (২) অনুযায়ী অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন সাক্ষরিত চৌহালী উপজেলা প্রাথমিক কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে চৌহালী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মিঞার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যাতা নিশ্চিত করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত