অপহরণের চারদিন পর বান্দরবানের রুমা থেকে চার কাঠুরিয়াকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। জানা যায়, রবিবার রাতে সেনাবাহিনীর সদস্যরা পান্তলাপাড়া সংলগ্ন সাঙ্গু নদীর বাছা ডেউপাড়া এলাকার একটি পাহাড় থেকে তাদের উদ্ধার করেন। এই অভিযানে নেতৃত্ব দেন রুমা জোনের কর্মকর্তা ক্যাপ্টেন আফতাব।
উদ্ধার করা কাঠুরিয়ারা হলেন বান্দরবান শহরের বালাঘাটা এলাকার শ্রমিক মো. নুরুল আলম (৫০), কক্সবাজার জেলার চকরিয়ার টইটংয়ের মো. জমির হোসেন (৪০), চট্টগ্রামের চন্দনাইশের আহম্মদ কবির (৪৫) ও মো. আরসার আলী (৩৫)।
জানা যায়, এই চার বাঙালি কাঠুরিয়া রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের পানতলা এলাকায় গাছ কাটতে গেলে ২৫ জানুয়ারি বিকালে কিছু সন্ত্রাসী অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায়। এরপর আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।
তবে বর্তমানে চার কাঠুরিয়াই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।
এ ব্যাপারে রুমা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ্ নেওয়াজ বলেন, ‘শুক্রবার অপহরণের পর সেনাবাহিনী সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালিয়েছে। পরে রবিবার অভিযান আরও জোরদার করা হলে সন্ত্রাসীরা চার শ্রমিককে পান্তলাপাড়া থেকে প্রায় চার কিলোমিটার দূরে বাছা ডেউপাড়ার কাছে পাহাড়ে ছেড়ে দেয়।’