X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জ বন্দরে ৫ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৯, ১৩:০৮আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৩:১৬

নারায়ণগঞ্জ পরিবেশ দূষণ এবং সরকারের আইন ও বিধিনিষেধ অমান্য করে ইটভাটা পরিচালনার  অভিযোগে নারায়ণগঞ্জের বন্দরে ৫টি ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত  উপজেলার মুসাপুর ইউনিয়নের ফনকুল ও শাসনেরবাগ এলাকায় অবস্থিত বেশ কয়েকটি ইটভাটায় এ অভিযান চালানো হয়।

র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরিবেশ অধিদফতর ঢাকা সদর দফতরের সিনিয়র সহকারী সচিব ও এনফোর্সমেন্ট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ অভিযানের নের্তৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন  পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. নয়ন মিয়া, র‍্যাব-১১ এর এএসপি মোস্তাফিজুর রহমান ও বন্দর থানার উপপরিদর্শক হানিফ মাহমুদ।

পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, ‘ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় এবং আবাদী জমি বিনষ্টসহ নিয়ম বর্হিভূতভাবে পরিচালনার দায়ে চাচা-ভাতিজা ব্রিক ফিল্ডকে ১ লাখ, বন্ধু ব্রিক ফিল্ডকে ৫ লাখ, একতা ব্রিক ফিল্ডকে ৫ লাখ, বিসমিল্লাহ ব্রিক ফিল্ডকে ২ লাখ এবং মাশাল্লাহ ব্রিক ফিল্ডকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এর পাশাপাশি পাঁচটি ইটভাটার মধ্যে তিনটির কার্যক্রম বন্ধ করে দিয়ে চুল্লি ভেঙে ফেলা হয়েছে। অন্য দুটিকে প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পরিবেশ অধিদফতরের নারায়ণগঞ্জ কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. নয়ন মিয়া জানান, ‘নারায়ণগঞ্জে বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ আবাসিক এলাকায় গড়ে ওঠা এসব ইটভাটাগুলো। এসব প্রতিষ্ঠানের চুল্লি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া পঁচানব্বই ভাগ বায়ু দূষণ করছে। ইটভাটা থেকে নির্গত (এসপিএম) ডাস্ট  ৩শ থেকে ৪শ মিলিগ্রাম। সাধারণ মাত্রা থাকার কথা দেড় থেকে দুইশ। এই ডাস্ট মানুষের শরীরের ক্ষতি করে থাকে।  এসব ইটভাটাগুলোকে নিয়মের আওতায় আনাসহ পর্যায়ক্রমে জেলার অন্যান্য ইট ভাটাগুলোতেও অভিযান চালানো হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন দিনের সফরে ঢাকা আসছেন পাকিস্তানে পররাষ্ট্রমন্ত্রী: সামা টিভি
তিন দিনের সফরে ঢাকা আসছেন পাকিস্তানে পররাষ্ট্রমন্ত্রী: সামা টিভি
৯ দিন পর মুক্তি পেলেন চবির অপহৃত সেই পাঁচ শিক্ষার্থী
৯ দিন পর মুক্তি পেলেন চবির অপহৃত সেই পাঁচ শিক্ষার্থী
মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বন্ধ শ্রমবাজার খুলে দেওয়ার দাবি
মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বন্ধ শ্রমবাজার খুলে দেওয়ার দাবি
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য