X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

মাগুরা সদর হাসপাতালে ২০ দিন ধরে পানি সরবরাহ বন্ধ, দুর্ভোগে রোগীরা

মাগুরা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৯, ১৩:১৫আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৩:১৫

মাগুরা সদর হাসপাতালে ২০ দিন ধরে পানি সরবরাহ বন্ধ, দুর্ভোগে রোগীরা পানি সরবরাহ বন্ধ থাকায় গত ২০ দিন ধরে মাগুরা সদর হাসপাতালের ২৭টি বাথরুম ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বাইরে থেকে পানি এনে জরুরি কাজ সারতে হচ্ছে রোগীদের। ফলে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা।
সদর হাসপাতালে ভর্তি আব্দুল মজিদসহ একাধিক রোগী ও তাদের স্বজনরা জানান- গত প্রায় ৩ সপ্তাহ ধরে হাসপাতালের বাথরুমে পানি নেই। পানির অভাবে বাইরে গিয়ে কাজ সারতে হচ্ছে। এতে রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া দুর্গন্ধে হাসপাতালের পরিবেশ দূষিত হয়ে পড়ছে। এ অবস্থায় অনেক রোগী চিকিৎসা না নিয়েই চলে যেতে বাধ্য হচ্ছেন। নিরুপায় হয়ে যারা থাকছেন তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
হাসপাতালের ঝাড়ুদার রিজিয়া বেগম জানান, মাগুরা সদর হাসপাতালের রয়েছে নিজস্ব পানি ব্যবস্থাপনা। প্রতিদিন একাধিকবার বৈদ্যুতিক মটরের মাধ্যমে এখানে পানি উত্তোলন করা হয়। কিন্তু গত ২০ দিন ধরে পাইপলাইনের সমস্যার কারণে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে সবগুলি বাথরুমই বন্ধ হবার উপক্রম হয়েছে। পানির অভাবে বাথরুম পরিস্কার করা যাচ্ছে না। গত ২০দিন ধরে এই অবস্থা চলছে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।
মাগুরা সদর হাপাতালের চিকিৎসা নিতে আশা রোগী কাশেমুর রহমান বলেন, ‘মাগুরা সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার জন্য ছয় তলার নতুন একটি ভবণ নির্মিত হয়েছে। রোগীদের সেখানে স্থানান্তর না করা হলেও চিকিৎসকসহ প্রশাসনিক সমস্ত কর্মকর্তা কর্মচারী ১০০ শয্যার পুরোনো ভবণ ছেড়ে নতুন ওই ভবনে উঠেছেন। এ কারণে পুরাতন ১০০ শয্যার তিনতলার এ ভবনটি অভিভাবকহীন হয়ে পড়েছে। এখানে নার্স ও রোগীরা ছাড়া আর কেউ অবস্থান করছে না। যে কারণে তাদের দেখভাল করাসহ প্রশাসনিক কার্যক্রম জটিল পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। যে কারণে এ ধরনের সমস্যা হচ্ছে। এমনকি হাসপতালের তত্ত্বাবধায়কের কার্যালয়টি সেখানে নিয়ে যাওয়া হয়েছে।
এ প্রসঙ্গে মাগুরার সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক মুন্সী মো. ছাদুল্লাহ বলেন, ‘আমি সদ্য তত্ত্বাবধায়কের দায়িত্ব পেয়েছি। দায়িত্ব পেয়ে সবাইকে ডেকে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছি। দ্রুত পানি সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা করছি। হাসপাতালের ভেতরের ড্রেনটি থেকে পানি নিস্কাশনের সমস্যা থাকায় সাময়িক অসুবিধা হচ্ছে। এখানে কাজ চলছে। কাজটি সম্পন্ন হলে সমস্যা থাকবে না।’

/এআর/
সম্পর্কিত
মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ
আসামিপক্ষে আইনজীবী নিয়োগমাগুরায় আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
মাগুরার সেই শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বিচার শুরু
সর্বশেষ খবর
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
জামিন পেলেন মডেল মেঘনা
জামিন পেলেন মডেল মেঘনা
জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর গঠন
জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর গঠন
২৬টি রাফালে এম যুদ্ধবিমান কিনতে ফ্রান্স-ভারত চুক্তি
২৬টি রাফালে এম যুদ্ধবিমান কিনতে ফ্রান্স-ভারত চুক্তি
সর্বাধিক পঠিত
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’