X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

রমেকে ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগে পুলিশের এএসআই সাসপেন্ড

রংপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ১৮:৩৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৮:৩৩

রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগে পুলিশের এক এএসআইকে সাসপেন্ড করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলেও মামলার রের্কড না করায় বুধবার মানববন্ধন ও বিক্ষোভ করেছে চিকিৎসকরা। তারা তিন দিনের আলটিমেটাম ঘোষণা করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও চিকিৎসকরা জানান, কুড়িগ্রামের ফুলবাড়ি থানার এএসআই রাকিবের পায়ে বড় ধরনের ফোঁড়া হওয়ায় চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকালে ভর্তি হন। দুপুরে তার অপারেশন করা হয়। এরপর তাকে হাসপাতালের পর্যবেক্ষণ ওয়ার্ডে রাখা হয়। সন্ধ্যার দিকে তার হাতে লাগানো স্যালাইন শেষ হওয়ার কারণে হাত থেকে রক্ত বের হচ্ছিলো বলে তিনি অভিযোগ করেন। এসময় তিনি সেখানে কর্তব্যরত নার্সকে বার বার ডাকলেও তিনি আসেননি। এ সময় সেখানে দায়িত্বরত ডা.সনজয় কুমারকে ডাক দিলে তিনি ক্ষিপ্ত হন। এ নিয়ে ডাক্তার ও রোগীর মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় চিকিৎসা নিতে আসা পুলিশ কর্মকর্তা রাকিব চিকিৎসককে প্রথমে কয়েকটি ঘুষি মারে। এরপর তার দুই ভাইও ডাক্তারকে মারধর করে। এতে গুরুতর আহত হন ডাক্তার সনজয়।

এদিকে এ ঘটনা জানাজানি হলে হাসপাতালের ডাক্তাররা বিক্ষোভে ফেটে পড়েন। তারা পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা না হলে কোনও দায়িত্ব পালন করবেন না বলে জানান। পরে রাত ১টা পর্যন্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চিকিৎসক নেতাদের বৈঠক শেষে এএসআই রাকিবকে সাসপেন্ড করা হয় এবং তাকে থানা থেকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। একই সঙ্গে আহত চিকিৎসক ডা. সনজয় বাদী হয়ে কোতোয়ালি মেট্রোপলিটান থানায় লিখিত অভিযোগ করেন।

এদিকে বৃহস্পতিবার বিকেলে চিকিৎসকরা দায়ি পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের দাবিতে হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে। এসময় বক্তব্য রাখেন, বিএমএর সহ-সভাপতি ডা.দেলোয়ার, ডা. মিন্টুসহ অন্যান্য চিকিৎসরা। তারা দাবি আদায়ের জন্য বৃহস্পতিবার কালো ব্যাজ ধারণ করে। শনিবারের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দিয়েছে।

তবে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি থাকা পুলিশ কর্মকর্তা রাকিব এ সব অভিযোগ অস্বিকার করে বলেন,‘পর্যবেক্ষণ ওয়ার্ডে দীর্ঘক্ষণ ধরে থাকার পরও কোনও ডাক্তার বা নার্স আসেনি। এমনকি তাকে দেওয়া স্যালাইন শেষ হয়ে যাওয়ার পর বার বার নার্সকে ডাকার পরও সে আসেনি। এ সময় তার হাত দিয়ে রক্ত বের হওয়ায় সে ডাক্তারকে দেখতে পেয়ে ডাকলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে গালাগাল দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে ফুলিয়ে ফাপিয়ে বড় করে দেখানো হয়েছে।’ ঘটনার পর তাকে একটি কক্ষে কয়েক ঘণ্টা আটকে রাখা হয় বলে তিনি জানান।

এদিকে কোতোয়ালি থানার ওসি রেজাউল করিম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হাওরে ইজারা বন্ধ করতে হবে: মৎস্য উপদেষ্টা
হাওরে ইজারা বন্ধ করতে হবে: মৎস্য উপদেষ্টা
৫০০ টাকায় ২০ এমবিপিএস গতির ইন্টারনেট দিতে চায় আইএসপিএবি  
৫০০ টাকায় ২০ এমবিপিএস গতির ইন্টারনেট দিতে চায় আইএসপিএবি  
এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন বড় বাধা: ঢাবি উপাচার্য
এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন বড় বাধা: ঢাবি উপাচার্য
সর্বাধিক পঠিত
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’