সাতক্ষীরার সংরক্ষিত আসনের সংসদ সদস্য রিফাত আমিনের ছেলে রাশেদ সরোয়ার রুমনকে ফের মোটরযান আইনে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৩ জানুয়ারি) দুপুরে শহরের বেনেরপোতা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘রুমন একটি মামলার পলাতক আসামি ছিলেন। মোটরযান আইনের ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে জেল-হাজতে পাঠিয়ে দেওয়া হয়।’
গ্রেফতারের সময় রুমনের সঙ্গে মায়ের সংসদ সদস্য স্টিকারযুক্ত গাড়ি ছিল বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
রুমনের মা রিফাত আমিন সাতক্ষীরা মহিলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে প্রথমবারের সংসদ সদস্য হন তিনি। তার বাবা রুহুল আমিন একজন ব্যবসায়ী।
অভিযোগ রয়েছে, মা রিফাত আমিনের গাড়িতে জাতীয় সংসদের স্টিকার লাগিয়ে বিভিন্ন অপকর্ম করছেন রুমন। এর আগে, গত বছর ১৯ নভেম্বর রুমন ও তার পাঁচ বন্ধুকে মাদকাসক্ত অবস্থায় সাতক্ষীরার নবাদকাটিতে একটি বাগানবাড়ি থেকে আটক করা হয়। ওই সময় তার মায়ের সুপারিশে পুলিশ তাকে ও তার সহযোগীদের ছেড়ে দেয় বলে জানায় গোয়েন্দা পুলিশ। এছাড়া ২০১৬ সালে দু'টি চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয় রুমন। এর একটির বাদী পদ্মা হ্যাচারির মালিক সিরাজুল ইসলাম বুলেট এবং অপরটির বাদী সাবেক যুবলীগ নেতা জুলফিকার রহমান উজ্জ্বল।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৬ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় সাতক্ষীরা পৌরসভা চত্বরে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য জুলফিকার রহমান উজ্জ্বলকে রড দিয়ে পেটান রুমন। তাকে বাঁচাতে গেলে আরও তিনজনকে পেটান রুমন ও তার সঙ্গীরা। ঘটনার পর উজ্জ্বলকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রুমনের বিরুদ্ধে মামলা হয়।
একই বছরের ১২ সেপ্টেম্বর দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের মিলন পালের বাগানবাড়ি থেকে রুমন ও এক তরুণীকে আটক করে স্থানীয় জনতা।
২০১৫ সালে রোজার মাসে সাহেব আলী নামের এক গরু ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ রয়েছে রুমনের বিরুদ্ধে। এছাড়া জাতীয় সংসদের স্টিকারযুক্ত গাড়িসহ কয়েকজন তরুণীকে নিয়ে শ্যামনগরের একটি রিসোর্টে ধরা পড়ে জেল খাটেন রুমন।