চট্টগ্রামে লরির চাপায় পিষ্ট হয়ে সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে নগরীর ইপিজেড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত দুই ব্যক্তির একজনের নাম রাজু মিয়া (৪০)। তার গ্রামের বাড়ি বরগুনা জেলায়। অপরজনের পরিচয় জানা যায়নি বলে তিনি জানান।
আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ভোর ৬টার দিকে দু'জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা দুজন লরিচাপায় গুরুতর আহত হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, বন্দরের দিকে যাওয়ার সময় ইপিজেড মোড়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় লরির নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন।