X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

চাঁদপুরের ৫টি আসনে জামানত হারালেন ৩৫ প্রার্থীর ২৯ জন

চাঁদপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৯, ২০:৪৪আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২০:৫১

চাঁদপুর চাঁদপুরের ৫টি আসনে ভোটের লড়াইয়ে থাকা ৩৫ জন প্রার্থীর মধ্যে ৬ জন ছাড়া বাকি ২৯ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর-১ আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৬ জন প্রার্থীর, চাঁদপুর-২ আসনে ৫ জন, চাঁদপুর-৩ আসনে ৬ জন, চাঁদপুর-৪ আসনে ৭ জন, চাঁদপুর-৫ আসনে ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। আর জামানত ফিরে পেয়েছেন আওয়ামী লীগের বিজয়ী ৫ জন এমপি এবং চাঁদপুর-৪ আসনের বিএনপি প্রার্থী লায়ন হারুনুর রশিদ।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আইন অনুযায়ী, নির্বাচনে কাস্টিং হওয়া মোট ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়া প্রার্থীদের জামানত স্বয়ংক্রিয়ভাবে বাজেয়াপ্ত হয়ে যায়।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর-১ আসনে ভোট পড়ার হিসেবে জামানত বাজেয়াপ্ত না হওয়ার জন্য পেতে হবে ২৬ হাজার ৯৪৩ ভোট। কিন্তু বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী ড. মহীউদ্দীন খান আলমগীর ছাড়া সেই সংখ্যক ভোট পাননি কোনও প্রার্থীই। ফলে এ আসনে জামানত হারিয়েছেন বিএনপি প্রার্থী মোশারফ হোসেন, জাতীয় পার্টির এমদাদুল হক রুমন, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক একেএম শহীদুল ইসলাম, গণফোরামের মোহাম্মদ আজাদ হোসেন, ইসলামী ফ্রন্টের নূরুল আলম মজুমদার, ইসলামী আন্দোলনের যোবায়ের আহমেদ।

চাঁদপুর-২ আসনে ভোট পড়ার হিসেবে জামানত বাজেয়াপ্ত না হওয়ার জন্য পেতে হবে ৩৯ হাজার ৮৩৫ ভোট। কিন্তু বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী নূরুল আমিন রুহুল ছাড়া সেই সংখ্যক ভোট পাননি কোনও প্রার্থীই। ফলে এ আসনে জামানত হারিয়েছেন বিএনপি প্রার্থী ড. জালাল উদ্দিন, জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া, ইসলামী আন্দোলনের আফসার উদ্দিন, ইসলামী ঐক্যজোটের মো. মনির হোসেন চৌধুরী, মুসলিম লীগের নুরুল আমিন লিটন।

চাঁদপুর-৩ আসনে ভোট পড়ার হিসেবে জামানত বাজেয়াপ্ত না হওয়ার জন্য পেতে হবে ৪৪ হাজার ৬৯৬ ভোট। কিন্তু বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী ডা. দীপু মনি ছাড়া সেই সংখ্যক ভোট পাননি কোনও প্রার্থীই। ফলে এ আসনে জামানত হারিয়েছেন বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, ইসলামী আন্দোলনের মো. জয়নাল আবেদীন শেখ, জাকের পার্টির দেওয়ান কামরুন্নেসা, বাসদের শাহজাহান তালুকদার, বাংলাদেশ বিপ্লবি ওয়ার্কাস পার্টির মো. আজিজুর রহমান, তরিকত ফেডারেশনের মো. মিজানুর রহমান।

চাঁদপুর-৪ আসনে ভোট পড়ার হিসেবে জামানত বাজেয়াপ্ত না হওয়ার জন্য পেতে হবে ২৬ হাজার ৯৯১ ভোট। কিন্তু এখানে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান ও বিএনপি প্রার্থী লায়ন হারুনুর রশিদ ছাড়া সেই সংখ্যক ভোট পাননি আর অন্য কোনো প্রার্থীই। ফলে এ আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির মাঈনুল ইসলাম, ইসলামী আন্দোলনের মুকবুল হোসেন, ইসলামী ফ্রন্টের গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, জাকের পার্টির বাচ্চু মিয়া ভাষানী, বাসদের অ্যাড. আনিসুজ্জামান ভূঁইয়া, ন্যাপ-এর দেলওয়ার হোসেন পাটওয়ারী, মুসলিম লীগের মাহবুবুর রহমান ভূঁইয়া।

চাঁদপুর-৫ আসনে ভোট পড়ার হিসেবে জামানত বাজেয়াপ্ত না হওয়ার জন্য পেতে হবে ৪৩ হাজার ৮৮৯ ভোট। কিন্তু এখানে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম ছাড়া প্রয়োজনীয় সংখ্যক ভোট পাননি কোন প্রার্থীই। ফলে এ আসনে জামানত হারিয়েছেন বিএনপি প্রার্থী ইঞ্জি. মমিনুল হক, ইসলামিক ফ্রন্টের সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, ইসলামী ফ্রন্টের আবু সুফিয়ান আল কাদেরী, ইসলামী আন্দোলনের শাহাদাত হোসেন, জাকের পার্টির ওবায়েদ মোল্লা।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল ইসলাম ও মতলব উত্তরের ইউএনও শারমিন আক্তার জানান, মোট ভোটের আট ভাগের এক ভাগও না পাওয়ায় এ আসনে বিএনপি, ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন ও মুসলিম লীগের প্রার্থীরা জামানতের টাকা ফিরে পাবেন না। তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২২ বছর আগে চুরি করা মোটরের টাকা মালিককে ফেরত দিলেন চোর
২২ বছর আগে চুরি করা মোটরের টাকা মালিককে ফেরত দিলেন চোর
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
এক মাসের মধ্যে সিনহা হত্যা মামলার শুনানি শেষে রায় দেওয়ার দাবি
এক মাসের মধ্যে সিনহা হত্যা মামলার শুনানি শেষে রায় দেওয়ার দাবি
পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার পক্ষে সৌরভ
পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার পক্ষে সৌরভ
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?