X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

আমি এখন সবার এমপি: শিবলী সাদিক

হিলি প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৯, ১২:০০আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১২:০১

নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে শিবলি সাদিক দিনাজপুর-৬ আসনে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য পদে জয়ী শিবলী সাদিক বলেছেন, ‘নির্বাচন হয়ে গেছে, আমি এমপি নির্বাচিত হয়েছি। আমি এখন সবার এমপি। আমার কাছে কোনও দল নেই, কোনও মত নেই। আমার আহ্বান থাকলো সকল দল, সকল মানুষ, খেটে খাওয়া মানুষ অবাধে যেন আমার কাছে আসে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় হিলির সিপি রোড এলাকায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘আজকে যে বিজয় নিশ্চিত হয়েছে সে বিজয় সকল নেতাকর্মীর অক্লান্ত পরিশ্রম ও কর্মের ফল। আপনারা প্রমাণ করেছেন যে নেতাকর্মীরা যদি সকলে একসঙ্গে থাকেন  তাহলে কেউ আটকাতে পারবে না। আজ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ এই বিজয়কে নিশ্চিত করেছে তাদের ভোটের মাধ্যমে।

তিনি আরও বলেন, ‘আমরা যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছি আমাদের নিকট এলাকার মানুষের ব্যাপক আশা প্রত্যাশা রয়েছে। আমি নির্বাচনের পূর্বে হাকিমপুরের মানুষের জন্য যেসব ওয়াদা করেছিলাম যে সমস্ত কাজের স্বপ্ন দেখেছিলাম সেগুলো পূরণ করাই আমার জন্য চ্যালেঞ্জ। আপনারা খেয়াল রাখবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে কেউ যেন বিন্দু পরিমাণ কষ্ট না পায়।’

এর আগে হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাতে আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠন, বিভিন্ন সংগঠন, নানা শ্রেণি পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ডাব্লু, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ হারুনসহ অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আ-আম জনতা পার্টি’
‘সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আ-আম জনতা পার্টি’
চালের বস্তা বদল করে প্রতারণা, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
চালের বস্তা বদল করে প্রতারণা, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
চোরাই মোটরসাইকেল-দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার
চোরাই মোটরসাইকেল-দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার
পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত